প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 5, 2026 ইং
টাঙ্গাইলে বাসচাপায় প্রাণ গেলো সেনানিবাসের মেছ বাবুর্চির

টাঙ্গাইলের ঘাটাইল বাসচাপায় শহীদ সালাউদ্দিন সেনানিবাসের মেছ বাবুর্চি মোঃ ছাইম মন্ডল (৪৪) নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের বীর ঘাটাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবু ছাইম মন্ডল যশোর জেলার কোতিয়ালী থানার কবিলা গ্রামের সফিউর মন্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর জানান, নিহত ছাইম মন্ডল মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালপুরগামী একটি বাস তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসটি আটক করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আটককৃত বাস থানায় নিয়ে যায়।
এবিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com